.:সড়ক যোগাযোগ সর্ম্পকিত যে কোন সমস্যার তথ্য প্রদান করুন:.    Back to Home | Search by Id 
Back to Home Page
 


Your IP Address: 3.228.21.204
Your Client IP Address: 3.228.21.204
Your Server IP Address: 3.228.21.204
Your Browser: CCBot/2.0 (https://commoncrawl.org/faq/)

সড়ক যোগাযোগ সর্ম্পকিত যে কোন সমস্যার তথ্য প্রদান করুন
প্রদানকারীর নাম : *

ফোন নম্বর: *


ই-মেইল : *


স্হান, জেলা : *

বর্ণনা : *

সমস্যার/ক্ষতিগ্রস্থ স্থানের ছবি (যদি থাকে):
(Max size : 2MB)

আরো ছবি দিন


কোড নম্বরটি লিখুনতথ্য প্রদানে কোনো কারিগরী ত্রুটির সম্মুখীন হলে যোগাযোগ করুন - ৯৫৭৫৫২৭ এই নম্বরে, E-mail : programmer1@rthd.gov.bd

 
ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত সড়ক যোগাযোগ সর্ম্পকিত তথ্য
Print  
3071. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : নওগাঁ সদর, নওগাঁ
তারিখ ও সময় : 07 Feb, 2016 16:43:47
বর্ণনা :

বরাবর,


সড়ক পরিবহন মন্ত্রী


জনাব, ওবায়দুল কাদের, এম পি


বাংলাদেশ সচিবালয়, ঢাকা।


বিষয়: নওগাঁ-রাণীনগর-আত্রাই সড়কে ভাঙা কালভার্ট স্থলে নতুন কালভার্ট নির্মান প্রসঙ্গে।


জনাব


সবিনয় নিবেদন এই যে, নওগাঁ-এর সান্তাহার হতে রাণীনগর রেণস্টেশন পযর্ন্ত সড়কে একটি ভাঙা কালভার্ট আছে। কালভার্টটির উপরের ছাদ সম্পূর্ণ ভেঙে গেছে। সড়ক জনপথ কর্তৃপক্ষ সেখানে লোহার প্লেট দ্বারা মেরামত করে গাড়ী চলাচল করছে। যে কোন মূহুর্তে ছাদ ধসিয়া বড় দূর্ঘটনা হতে পারে। খুব ঝূকি নিয়ে যান বাহন চলাচল করছে। এখানে নতুন একটি কালর্ভাট বানানো প্রয়োজন। না হলে যে কোন সময় বড় দূর্ঘটনা হয়ে লোক মারা যেতে পারে।


আপনার নিকট আকুল আবেদন, দয়া করে নওগাঁ-রাণীনগর-আত্রাই সড়কে দ্রুত নতুন একটি কালভার্ট নির্মান করে জান-মালের হেফাজত করবেন।


বিনীত নিবদেক


মো: সোহেল


নওগাঁ সদর, নওগাঁ।


মোব: ০১৭১০-১৩৬৫০০


 


জবাব :

See Reply

সড়ক বিভাগ, নওগাঁ'র আওতাধীন সান্তাহার (নওগাঁ)-আত্রাই সড়কের ৭ম কিলোমিটারে অবস্থিত বিধস্ত কালভার্টটি পুর্ননির্মাণের জন্য PMP (B&C) প্রোগ্রামে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব মন্ত্রণালযে বিবেচনাধীন রয়েছে।


3068. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : নোয়াখালী, কোম্পানিগঞ্জ , গ্রাম- চর এলাহি বাজার
তারিখ ও সময় : 22 Jan, 2016 21:19:17
বর্ণনা :

বরাবর,


মাননীয় মন্ত্রী


সড়ক পরিবহন মন্ত্রী, ওবায়দুল কাদের সার


বাংলাদেশ সচিবালয়


বিষয়: নোয়াখালী, কোম্পানিগঞ্জ, চর এলাহি বাজার এর নদী না ভাঙার জন্য করস ড্যাম করার আবেদন


 


মহোদয়,


সবিনয় নিবেদন এই যে, নোয়াখালী জেলার, বসুরহাট এর কাছাকাছি চর এলাহি বাজার নামে একটি গ্রাম যেখানে ৫০,০০০  হাজার জনসংখ্যার ও বেশি মানুষ বসাবাশ করে জেখানে দিঘ্য ১০ বছর দরে নদীর সাথে যুদ্দ করে চলছে সেখানকার নদী বিলীন হয়ে যাওয়া অসহায় মানুষ । হারিয়ে গেছে হাজার হাজার মানুষের ভিটা মাটি, নদীর সাথে বিলীন হয়ে গেছে হাজার হাজার বর্গ মাইল ফসলী জমি  যে জমিতে মিটাতো তাদের দুই বেলা খাওয়ার ভাত মিটাতো তাদের সংসারের অভাব । এর সে জমি নিয়ে যাচ্ছে নদী কোথায় যাবে তারা ? কে দিবে তাদের থাকার জায়গা ? প্রথি বছর বর্ষা আসলে গরের  থাকার জায়গা পজন্ত পানি ওঠে। খাল, বিল, পুকুর এবং স্কুল পযন্ত পানি ওঠে  তখন বন্দ থাকে স্কুল মাদ্রাসা । আতিরিক্ত পানি নিস্কাশন হতে না পারায় খালি রাখতে আনেক ফসিলি জমি। আগে একটি সুইচ গেট ছিলো তা ভেঙ্গে যাওয়ার কারনে আরো বেশী কষ্টতে দিন কাটাতে হচ্চে এ এলাকার মানুষ দের । ১০ বছর দরে সবায় আশ্বাস দিচ্ছে নদীর কাজ করবে কিন্তু তা আজ পযন্ত হয় নি ।৩-4 বছর আগে  আমাদের প্রিয় মানুষ ওবায়দুল কাদের সার মন্ত্রী হয়ে আমাদের এলাকায় আসলে তিনি আমাদের নদী দেখতে যান তখন আমরা ওনার কাছে নদীর মাজখানে  করস ড্যাম করার আবেদন  করি আমাদের আশ্বাস ও দিলেন এবং বললেন খুব তাড়াতাড়ি সংসদে এটার জন্য বিল পাস করবেন । আমি যতটা জানি ৩২০কোটি টাকার বিল পাস করলেন কিন্তু এখনো পযন্ত নদীর কোনো কাজ করা হয় নি ।এ বছর যদি নদীর কাজ না করানো হয় তা হলে আমাদের চর এলাহি বাজারটা ও এবার নদীর সাথে মিসে যাবে ।


আপনার কাছে আমদের আকুল আবেদন আমদের নদী ভাঙ্গন বন্দ করার জন্য অতি সত্বর নদীর মাজখানে করস ড্যাম করার কাজ শুরু করবেন এবং আপনার নিকট কৃতজ্ঞ থাকার সুযোগ করবেন।


 


বিনীত নিবেদক


চর এলাহি বাসির পক্ষ থেকে, মোঃ জাকির হোসে


নোয়াখালী, কোম্পানিগঞ্জ,                                                                                                       তাং- ২২-১-২০১৬


জবাব :

See Reply

আপনার মতামতের জন্য ধন্যবাদ। বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট।  তবে এ বিষয়ে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব মহোদয়কে অবগত করা হয়েছে।


3064. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : মাইজদি, নোয়াখালী।
তারিখ ও সময় : 12 Jan, 2016 18:08:40
বর্ণনা :

বরাবর,


         মাননীয় মন্ত্রী


         সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,


         বাংলাদেশ সচিবালয়, ঢাকা।


 


বিষয়: নোয়াখালী - লাকসাম - লালমাই - পদুয়ার বাজার পর্যন্ত সড়ক তথা নোয়াখালী - ঢাকা সড়ক  চারলেনে উন্নীত করনের আবেদন প্রসঙ্গে।  


 


মহোদয়,


সবিনয় নিবেদন এই যে, নোয়াখালী জেলার প্রধান সড়ক অর্থাৎ নোয়াখালী-ঢাকা  মহাসড়কের সোনাপুর জিরোপয়েন্ট থেকে নোয়াখালী শহর হয়ে উত্তরে চৌমুহনী চৌরাস্তা হয়ে  লাকসাম - লালমাই - পদুয়ার বাজার  পর্যন্ত প্রায় ৭০  কিমি. দীর্ঘ সড়কটিকে চারলেনে  উন্নীতকরণ করা একান্তই  অনিবার্য হয়ে পড়েছে। ব্যস্ততম এবং জনগুরুত্বপূর্ণ উক্ত  সড়কটিকে বলা হয় গ্রেটার নোয়াখালী এবং দক্ষিন কুমিল্লা অঞ্চলের অর্থনীতির লাইফলাইন সড়ক । রাজধানী  ঢাকার সাথে বৃহত্তর নোয়াখালীর শিক্ষা, স্বাস্থ্য, বাবসা, বাণিজ্যসহ সব কিছু এই সড়কটিকে ঘিরে আবর্তিত হচ্ছে।  সুতরাং বৃহত্তর নোয়াখালীর অর্থনীতির লাইফলাইনখ্যাত এ জরুরী জনগুরুত্বপূর্ণ সড়কটিকে  ফোরলেনে উন্নীতকরণ করা হলে হাতিয়া, নিঝুমদ্বীপকেন্দ্রিক পর্যটন খাতও আরও চাঙ্গা হয়ে উঠবে বলে এখানকার সুধী সমাজের বিশ্বাস ।যেকোন দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে ঐ দেশ ও জাতির সহজ, দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার ওপর। কিন্তু স্বাধীনতার চল্লিশ বছর অতিক্রান্ত হলেও  গ্রেটার নোয়াখালী, দক্ষিন কুমিল্লা এবং  লক্ষ্মীপুর অঞ্চলে সহজ, দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি।  বর্তমান সরকার সুষম উন্নয়ন ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণে বিশ্বাসী এবং দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর। আর তাই,  অত্যন্ত জনগুরুত্বপূণ সড়ক নোয়াখালী - লাকসাম - লালমাই - পদুয়ার বাজার  পর্যন্ত   মহাসড়কটিকে  চারলেনে উন্নীত  হলে  এ অঞ্চলে ব্যবসা,  বাণিজ্য ও বিনিয়োগ বহুগুন বাড়বে বলে অত্র অঞ্চলের সুধিজন মনে করেন। অতএব,  উক্ত নোয়াখালী - লাকসাম - লালমাই- পদুয়ার বাজার পর্যন্ত সড়কটিকে চার লেনে উন্নীত করনের ব্যবস্থা নিতে  মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রি মহোদয়ের  নিকট আকুল আবেদন জানাচ্ছি। 


 


বিনীত নিবেদক


সোহান


মাইজদি, নোয়াখালী।


 


 


 


 


 


জবাব :

See Reply

উল্লেখিত সড়কটির সোনাপুর হতে মাইজদী হয়ে বেগমগঞ্জ চৌরাস্তা পর্যন্ত ১৩.৩০ কিলোমিটার সড়কাংশটি মাঝখানে ডিভাইডার নির্মাণসহ ৪-লেনে উন্নীতকরণের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দাখিল করা হলে উক্ত ডিপিপি'র উপর ১৪-০৩-২০১২ তারিখ অভ্যন্তরীণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুসারে পুনর্গঠিত ডিপিপি ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। বেগমগঞ্জ চৌরাস্তা হতে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত সড়কাংশের এলাইনমেন্ট কুমিল্লা সড়ক বিভাগ ও নোয়াখালী সড়ক বিভাগের অন্তর্গত। নোয়াখালী সড়ক বিভাগের অন্তর্গত সড়কাংশ সওজ নেটওয়ার্কভুক্ত ২ টি আঞ্চলিক মহাসড়ক (লালমাই-লাকসাম-সোনাইমুড়ী সড়ক, আইডি নং-আর-১৪১ ও বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক, আইডি নং-আর-১৪২) এর অন্তর্ভুকত্ত সড়ক। উক্ত সড়কাংশ ইতিপূর্বে ২৪ (চব্বিশ) ফুট প্রশস্ততায় উন্নীত করা হয়েছে। উল্লেখিত সড়কাংশের নোয়াখালী সড়ক বিভাগের আওতাভুক্ত ১৪.৬০ কিলোমিটার (বেগমগঞ্জ হতে বিপুলাসার বাজার পর্যন্ত) উভয় দিকে ৩ (তিন) ফুট করে প্রশস্ত করে ৩০ (ত্রিশ) ফুট প্রশস্ততায় উন্নীতকরণের জন্য কুমিল্লা জোনের গুচ্ছ প্রকল্প "আঞ্চলিক মহাসড়কসমূহ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প"তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে যানবাহনের সংখ্যা ও নেটওয়ার্কের গুরুত্ব অনুসারে ধারাবাহিকভাবে জনগুরুত্ব বিবেচনায় উক্ত সড়কটিকে চারলেন সড়কে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করা হবে।


3062. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : মাইজদি, নোয়াখালী।
তারিখ ও সময় : 28 Dec, 2015 14:06:50
বর্ণনা :

বরাবর,


       মাননীয় মন্ত্রী,


       সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়. বাংলাদেশ সচিবালয়, ঢাকা।


       বিষয়: বরিশাল-ভোলা-মজুচৌধুরী হাট-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ-ফেণী মহাসড়কটিকে চার লেনে উন্নীতকরণ প্রসঙ্গে।


       দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগের একমাত্র ও প্রধান মহাসড়ক হচ্ছে বরিশাল-ভোলা-মজুচৌধুরী হাট-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ-ফেণী মহাসড়ক। তাছাড়া যানবাহন চলাচল সংখ্যা ও গুরুত্ব বিবেচনায় এটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রধান মহাসড়ক এটি। কারণ, এর সাথে রয়েছে চাঁদপুর জেলাসহ চাঁদপুর-শরীয়তপুর মহাসড়কের সংযোগ এবং ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সংযোগ। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, এ মহাসড়কটির লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট অংশটি নামমাত্র জাতীয় মহাসড়ক, প্রশস্ততা আঞ্চলিক মহাসড়কের চেয়েও কম। আরো অবাক করা বিষয় হচ্ছে, লক্ষ্মীপুর-বেগমগঞ্জ অংশটি আঞ্চলিক মহাসড়ক। সড়কটি ভোলা, বরিশাল সহ সমগ্র দক্ষিণ পশিমাঞ্চলের সাথে বন্দর নগরী চট্টগ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম। তাই দেশের পূর্ব-পশ্চিম সংযোগ মহাসড়ক  এবং দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রন্দরনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার সহ্জ, দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনতিবিলম্বে বরিশাল-ভোলা-মজুচৌধুরী হাট-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ-ফেণী মহাসড়কটির লক্ষ্মীপুর-বেগমগঞ্জ অংশটিকে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ ও লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট অংশটিকে প্রকৃত জাতীয় মহাসড়কে উন্নীতকরণ (৩০ ফুট প্রশস্তকরণ)সহ বরিশাল-ভোলা-মজুচৌধুরী হাট-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ-ফেণী মহাসড়কটি চার লেনে (কমপক্ষে ৩০ ফুট প্রশস্তকরণসহ) উন্নীতকরণ জরুরী। সরকার পর্যায়ক্রমে সকল জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের পদক্ষেপ নিয়েছে। তার অংশ হিসেবে অনতিবিলম্বে বরিশাল-ভোলা-মজুচৌধুরী হাট-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ-ফেণী মহাসড়কটি  চার লেনে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক। এ ব্যাপারে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।


বিনীত নিবেদক


আবদুল্লাহ আল মামুন


উন্নয়ন গবেষক। 


জবাব :

See Reply

উল্লেখিত সড়কটির লক্ষীপুর হতে ফেনী পর্যন্ত মূরতঃ নোয়াখালী সড়ক বিভাগাধীন সওজ নেটওয়ার্কভুক্ত ১ টি আঞ্চলিক মহাসড়ক ও ১ টি জাতীয় মহাসড়কের অংশবিশেষ। লক্ষীপুর হতে বেগমগঞ্জ পর্যন্ত সড়কাংশটি কুমিল্রা-লালমাই-চাঁদপুর-লক্ষীপুর-বেগমগঞ্জ সড়কের (আর১৪০) অংশ, বেগমগঞ্জ হতে সেবার হাট পর্যন্ত সড়কাংশটি ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের (এন-১০৪) অংশ। লক্ষীপুর হতে বেগমগঞ্জ পর্যন্ত সড়কাংশ আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২৪ ফুট প্রশস্ততায় উন্নীত করার জন্য একটি প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটি অনুমোদিত হলে এ সড়কাংশটি ২৪ ফুট প্রশস্ততায় উন্নীত করা হবে। ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের বেগমগঞ্জ হতে সেবারহাট র্পন্ত সড়কাংশে চৌমুহনী বাজার অংশে ৪.০০ কিলোমিটার সড়কাংশ ইতিপূর্বে ৪-লেনে উন্নীকরণ করা হয়েছে। চৌমুহনী পূর্ব বাজার হতে সেবারহাট পর্যন্ত ইতিপূর্বে ২৪ ফুট প্রশস্ততায় উন্নীতকরণ করা হয়েছে। বর্তমান অর্থবছরে সড়কটি ৩০ ফুট প্রশস্ততায় উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া ফেনী হতে চৌমুহনী পর্যন্ত বিদ্যমান সড়কের দুই পার্শ্বে ৩ মিটর Slow moving vehicle lane নির্মাণের জন্য ১ (এক) টি প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। ভবিষ্যতে যানবাহনের সংখ্যা ও নেটওয়ার্কের গুরুত্ব অনুসারে ধারাবাহিকভাবে চাহিদা পূরণকল্পে উক্ত সড়কাংশ ৪-লেন সড়কে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করা হবে।


3060. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : Mymenisngh
তারিখ ও সময় : 19 Dec, 2015 22:40:40
বর্ণনা :

ময়মনসিংহ জোন  সহকারী প্রকৌশলী মোতাহের হোসেন অর্থের বিনিময়ে বিভিন্ন ফার্মকে কাজ দিচ্ছে এবং অন্য কোন ফার্ম কিছু বললে বা টেন্ডারে অংশ গ্রহন করলে তাদের বিভিন্ন কারণ দেখিলে নন রেসপনসিভ করে রাখে যাহাতে তাহারা e-gp লটারীতে অংশ গ্রহন করতে না পারে। সম্প্রতি িএকটি ফার্ম বেসিক িএবং টাওয়ার জেভি করে কাজ দিয়েছে যার টেন্ডার আ্ িডি -31045, যাহাতে বেসিক বিবরণ নিম্নে উলে।লখ করলাম।


জবাব :

See Reply

আপনার বেসিক বিবরণটি পড়া যাচ্ছে না, কালো হয়ে আছে। দয়া করে বেসিক বিবরণটি স্পষ্টভাবে পুনরায় পেশ করুন।


3056. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : ধানমন্ডি, ঢাকা
তারিখ ও সময় : 16 Dec, 2015 15:40:28
বর্ণনা :

মাঝে মাঝে যখন দেশের বাইরে যাই, তখন বিদেশের মানুষ আমাদের দেশ সম্পর্কে কিছু কথা বলে তখন খুব কষ্ট লাগে, তারা বলে আমাদের দেশের গাড়িগুলো মূলত বাসগুলো এতো লক্কর ঝক্কর আর গায়ে এতো আচড় খাকে কেন? রাস্তাঘাটে এতো ময়লা কেন? দেশে আসলে এয়ারপোর্ট থেকে বনানী রোড টা দেখে আসলেই মন খারাপ হয়ে যায় রাস্তার পাশে ময়লার স্তুপ আর দেয়ালে অযাচিথ পোস্টার দেখে।আমাদের প্রতিবেশী ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড শহরগুলোতে মহাসড়কসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই কাজগুলো করতে তো মহাপরিকল্পনা লাগে না কিছু ক্ষূদ্র উদ্যোগ আর স্তদিচ্ছা লাগে।সড়ক মন্ত্রনালয় আর সিটি কর্পোরেশন সম্মিলিতভাবে যদি কিছু উদ্যোগ নেয় তাহলেই সম্ভব।


১। যদি নিয়ম করা হয় রাস্তার কোন আচড় পরা গাড়ি চলতে পারবে না, নিয়মিত রং করতে হবে এবং না করলে জরিমানা করা।


২।রাস্তার পাশে বিশেষ করে মহাসড়কে এবং এয়ারপোর্ট সংশ্লিষ্ট রাস্তায় দেয়ালে ও গাড়িতে কোন পোস্টার লাগানো নিষিদ্ধ করা।


৩। সর্বোপুর রাস্তাসমূহ পরিষ্কার রাখা বিশেষ করে এয়ারপোর্ট সংশ্লিষ্ট রাস্তাগুলো।


আশা করি, আমার মতামতসমূহ বিবেচনা করবেন। ধন্যবাদ


 


জবাব :

See Reply

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে বনানী রেল ক্রসিং পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। এই অংশের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য সড়কের দুই পাশে দেশি-বিদেশী দৃষ্টি নন্দন বৃক্ষরাজি দ্বারা সুশোভিত করা হয়েছে এবং প্রতিনিয়ত সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর নিজস্ব জনবল দ্বারা পরিষ্কার করা হয। বনানী রেল ক্রসিং হতে ঢাকার দিকের সড়ক অংশ ঢাকা উক্তর সিটি কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন।


3055. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : Bagmara, Sodor dokkhin.
তারিখ ও সময় : 14 Dec, 2015 09:18:42
বর্ণনা :

Noakhali -Comilla mohasoroker bagmara bazar ebong Laksam moddho bazar e sorok er upor hoite  oboidho sthapona ucched kore janbahon cholachol savabik rakhar jonno sorok bivag comillar hostokkhep kamona korchi. sodor dokkhin er bagmara bazar ebong laksam bypass moddho bazar e soroker upor oboidho dokan ebong CNG stand sthapon koray bagmara bazar e ebong laksam bypass moddho bazar e  ekhon tibro zanjot hocche kintu dekhar jeno keho nei. ukto dui jayga orthat Laksambypass  moddho bazar ebong  Bagmara bazar e sorok er upor hoite oboidho sthapona ucched korte sorok bivag comilla ebong Sorok  Montronaloy er dristi akorson korchi.


জবাব :

See Reply

বাগমারা বাজার অংশে সওজ'র অধিগ্রহণকৃত জায়গা নেই। উক্ত অংশে ভূমি অধিগ্রহণের বিষয়ে বর্তমানে মহামান্য হাইকোর্টে মামলা চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন করা গেলেই বাগমারা বাজার অংশে যানজট নিরসন করা সম্ভব হবে।

অন্যদিকে লাকসাম বাজার অংশে উল্লেখযোগ্য অবৈধ স্থাপনা নেই। উক্ত স্থানে মূলত যাবনবহনসমূহ দীর্ঘ সময় দাঁড় করানো ফলে যানজটের সৃষ্টি হয়।


3054. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : Bagmara, Sodor dokkhin.
তারিখ ও সময় : 14 Dec, 2015 08:53:05
বর্ণনা :

Dhaka-chittagong four lane project er kajer Comillar Chandina elakay kajer goti khubei sloth orthat ekebarei aste aste hocche keno bujlamna. Road dividar er kaj o hocchena chandina elakar part e.  ar eliotgonj er bridge er approach er kaj o khub dhir e cholce eta khuboi biroktikor. poduarbazar e rail overbridge er kaj o khub dhir gotite cholce jaha sada chokhe dekha jay. Druto jeno eliotgonj hote chandina kabilpur bypass er kaj ebong poduar bazar porjonto kaj somponno hoy ei jonno manonio montri  o manonio socib mohodoyer hostokkhep kamona korchi.


জবাব :

See Reply

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের সড়ক নির্মাণ প্যাকেজ ০১ ও সড়ক নির্মাণ প্যাকেজ ০২ এর মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার। যার মধ্যে ৪৩.৮ কিলোমিটার বাইন্ডার সম্পন্ন হয়েছে, যা ইতোমধ্যেই যান চলাচলের জন্য উন্মুক্ত। এছাড়াও অন্যান্য অঙ্গের কাজ পুরোদমে চলমান রয়েছে। উল্লেখিত চান্দিনা এলাকা সড়ক নির্মাণ প্যাকেজ ০২ এর অন্তর্গত। চান্দিনা অংশে মিডিয়ানে মাটি ভরাটের কাজ ও মিডিয়ান ব্লক স্থাপনের কাজ চলমান রয়েছে। ইলিয়টগঞ্জ ব্রিজের চট্টগ্রাম প্রান্তে এপ্রোচ বাইন্ডার সম্পন্ন হয়েছে যার দৈর্ঘ্য ২৩৭.৫ মিটার এবং ঢাকা প্রান্তে এপ্রোচ বাইন্ডার কাজ চলমান রয়েছে যার দৈর্ঘ্য ২৩৩ মিটার। পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস এর কাজ চলমান রয়েছে। আগামী জানুয়ারিতে পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস এর ২-লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও কাবিলপুর বাইপাসের বাইন্ডারের কাজ চলমান রয়েছে।


3053. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : শ্যামলী, ঢাকা
তারিখ ও সময় : 12 Dec, 2015 19:57:24
বর্ণনা :

অরক্ষিত কল্যাণপুর সড়ক উপবিভাগ


শ্যামলীতে অবস্থিত সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন কল্যাণপুর সড়ক উপবিভাগ যে একটি সরকারি দপ্তর তা বোঝা মুশকিল, এ যেন সরকারি সম্পত্তি ব্যাক্তিগত কাজে ব্যবহারের মহোৎসব।


১। কল্যাণপুর সড়ক উপবিভাগের পূর্ব পাশে উপবিভাগের জায়গায় গড়ে উঠেছে ‘শ্যামলী মোটরস’।ইটের দেয়াল নির্মাণ করে দোকানটি গড়ে উঠেছে, যা সাধারণ পাশের হোলি রোডে চলাচলকারী জনসারণের অসুবিধা সৃষ্টি করছে।


২। কল্যাণপুর সড়ক উপবিভাগের পশ্চিম পাশে উপবিভাগের জায়গায়স গড়ে তোলা হয়েছে আরেকটি ওয়ার্কশপ ‘মা মোটরস ওয়ার্কস’ যার সত্ত্বাধিকারী হিসাবে জনৈক মিলন ভূইয়ার নাম সাইনবোর্ডে উল্রেখ করা হয়েছে। মূল দেয়াল ভেঙ্গে ওয়ার্কশপে প্রবেশ করার জন্য একটি স্টিলের গেটও তৈরী করা হয়েছে। ওয়ার্কশপের প্রবেশ পথে এবং ভিতরে দুটি সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।


৩। সরকারি এই অফিসটির সামনের ফুটপাতে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি দোকান, যা একটি সরকারি অফিসের জন্য দৃষ্টিকটুও বটে।


সামগ্রিক অব্যবস্থাপনাসহ বেদখল দেখে মনে হয় এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী সহ উপরের কর্মকর্তাগণ জড়িত রয়েছেন। নইলে ঢাকার একটি মূল সড়কের উপর যে পথে মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা যাতায়াত করেন সে সড়কের উপর সরকারি দপ্তরের এমন অব্যবস্থাপনা ও বেদখলের চিত্র থাকার কথা নয়।


এ বিষয়ে মন্ত্রণালয়ের হস্থক্ষেপ কামনা করা যাচ্ছে।   3052. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : আটি বাজার কেরাণীগঞ্জ, ঢাকা।
তারিখ ও সময় : 07 Dec, 2015 11:43:32
বর্ণনা :

সুভ সকাল,


আপনাদের কাছে আমার একটি অভিযোগ ছিল আমি রোজ ঢাকা মোহাম্মদ পুর হতে শাহবাগ আসি তরঙ্গ প্লাস গাড়ি দিয়ে যাদের ভাড়া ১০ টাকা  আজ আমি  ATCL নামক একটি বাসে চড়ি এবং রোজকার মত শাহবাগ এর জন্য টিকেট কাটতে গেলে সম পরিমান রাস্তার ভাড়া ঐ কম্পানি ২০ টাকা দাবি করে। তাকে কিছু বললে সে বলে যে সরকার নির্দারিত ভাড়া নিচ্ছে। কিন্তু মোহাম্মদপু হতে শাহবাগ পর্যন্ত মোট দূরত্ব হবে সর্বচ্চ ৫কি:মি:। তাহলে কেন এত কেন  হবে। আমরা সাধারন মানুষ কেন এত ভাড়া। খুব কষ্ট হয় ম্যানেজ করতে। আপনারা দয়া করে এর একটা ব্যবস্থা নিবেন আসা করি।


ইতি


বাংলাদেশের একজন সাধারন নাগরিক


সুমিত মোদক


জবাব :

See Reply

অভিয়োগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ এর উপ-পরিচালক (ইঞ্জিঃ) জনাব মাসুদ আলম, ঢাকা-কে নির্দেশনা প্রদান করা হয়েছে।