.:সড়ক যোগাযোগ সর্ম্পকিত যে কোন সমস্যার তথ্য প্রদান করুন:.    Back to Home | Search by Id 
Back to Home Page
 


Your IP Address: 3.230.152.133
Your Client IP Address: 3.230.152.133
Your Server IP Address: 3.230.152.133
Your Browser: CCBot/2.0 (https://commoncrawl.org/faq/)

সড়ক যোগাযোগ সর্ম্পকিত যে কোন সমস্যার তথ্য প্রদান করুন
প্রদানকারীর নাম : *

ফোন নম্বর: *


ই-মেইল : *


স্হান, জেলা : *

বর্ণনা : *

সমস্যার/ক্ষতিগ্রস্থ স্থানের ছবি (যদি থাকে):
(Max size : 2MB)

আরো ছবি দিন


কোড নম্বরটি লিখুন



তথ্য প্রদানে কোনো কারিগরী ত্রুটির সম্মুখীন হলে যোগাযোগ করুন - ৯৫৭৫৫২৭ এই নম্বরে, E-mail : programmer1@rthd.gov.bd

 
ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত সড়ক যোগাযোগ সর্ম্পকিত তথ্য
Print  
11542. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : Natore
তারিখ ও সময় : 30 May, 2023 16:08:06
বর্ণনা :

জনাব, আমি,নাটোর জেলার লালপুর থানার বাওড়া গ্রামের একজন বাসিন্দা। আমাদের এখানে প্রায় ২০০০ লোকের বসবাস। সড়ক পরিবহন উন্নতির কারনে আমাদের গ্রামের চারপাশে সকল গ্রামে রাস্তা পাকা হয়ে গেলেও আমাদের গ্রামের রাস্তা এখনো মাটির রয়ে গেছে।এই রাস্তাটি পাকা হলে আসেপাসের গ্রামের মানুষের  ও অনেক উপকার হবে। তাই সংশ্লিষ্ট মন্ত্রনালয় কে বিষয় টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।এবং যত দ্রুত সম্ভব রাস্তাটি পাকা করার আবেদন জানাচ্ছি। 



11541. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : MIRZAGANJ UPAZILLA. PATUAKHALI
তারিখ ও সময় : 29 May, 2023 03:14:11
বর্ণনা :

শুভ সকাল, পটুয়াখালীর পায়রাগঞ্চ ফেরি তাদেরখেয়ালখুশিমত পরিচালনা করেন। অভিযোগ কারী ব‍্যবহ্নত সরকারি জীপগাড়ি ভাড়া আদায় করেন অথচ উপজেলায়  অন‍্য কোন সরকারি গাড়ি ভাড়া দিতে হয়না। এই বিষয়ে নির্বাহী প্রকৌশলী পটুয়াখালীকে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি।



11540. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : Chittagong
তারিখ ও সময় : 14 May, 2023 10:32:30
বর্ণনা :

আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী কে  অবহিত করতেছি যে, চট্টগ্রাম চট্টগ্রাম সিটির বায়েজিদ থানা পাঁচলাইশ থানা সহ অনেক থানাতে গতকাল হতে রান্না করার সরকারি লাইনের গ্যাস লাইন সাপ্লাই বন্ধ রেখেছে সংশ্লিষ্ট বিভাগ। গতকাল হতে গরীব মধ্যেবরতি পরিবারের লোকজন না খেয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করতেছেন।  এমতাবস্থায় আগামী কয়েক ঘন্টার মধ্য লাইনেরগ্যাস সব জায়গায় যথাযথ দেওয়ার সকল ব্যবস্থা করে পদক্ষেপ নেওয়া জন্য বিশেষ আহবান জানাচ্ছি। প্রয়োজনে এ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের জন্য বন্ধ করে থাকলে,  এখন সে পরিস্থিতি কেটে গেছে  বা তা ঘুরতর চালু হলে তখন বন্ধ করতে পারতো। শুধু শুধু সাধারণ জনগনকে এভাবে কষ্ট আল্লাহ পাক আরো বেশি করে কহর গজব দিবেন।  তাই খুব তাড়াতাড়ি আগামী কয়েক ঘন্টার মধ্যে  চট্টগ্রাম সিটি বায়েজিদ থানা পাঁচলাইশ সহ সব জায়গার চালুৃ করার আহবান জানাচ্ছি।



11539. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : রাজশাহী
তারিখ ও সময় : 10 May, 2023 06:21:50
বর্ণনা :

স্যার, আমি রাজশাহী জেলার উপজেলা থেকে বলছি, আমি রাজশাহী বিআরটিএতে কোন দালাল বা মাধ্যম ছাড়া গত ২৭-১২-২০২২ তারিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য ব্যাংকড্রাফ এবং প্রয়োজনীয় সকল ফাইল সাবমিট করে আসছিলাম, পরবর্তীতে ০৮-০১-২০২৩ তারিখে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দিয়ে এসেছি। তারপর বিগত ৩মাস ধরে বিআরটিএ অ্যাপ ডি এল চেকারে রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে কিন্তু বিআরটিএ থেকে আমার স্মার্ট কার্ড ডেলিভারির ডেট আছে আগামীকাল অর্থাৎ ১১-০৫-২০২৩ এ। এখন দুঃখের বিষয় এই যে আমার এক পরিচিত ভাই দালালের মাধ্যমে লাইসেন্স করছে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দেওয়ার ১৮ দিনের মধ্যেই উনি তার স্মার্ট কার্ডটি হাতে পান।


দয়া করে জানাবেন কি আমার স্মার্ট কার্ডের জন্য আর কতদিন ঘুরতে হবে। 


এখন তো দেখছি বিআরটিএ অফিস দালালের কন্ট্রোলে। দালালের ঘুস খেয়ে তাদের কাজটা আগে হচ্ছে, আর আমাদের মত সাধারন জনগণ বিআরটিএ অফিসে ঘুরতে ঘুরতে জুতো ক্ষয় করছে। 


               😓  হায়রে সোনার বাংলা আমার 😓



11538. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : ctg bd
তারিখ ও সময় : 06 May, 2023 15:09:40
বর্ণনা :

asslamoalykom


good afternoon


আমরা দেখতেছি চট্টগ্রামের বোয়ালখালী চট্টগ্রাম আসনের নির্বাচনে ৯ লক্ষ ভোটারের মধ্যে মাত্র ৭৫ হাজারের মতো ভোটার গথা ভোট সংগ্রহ হয়েছিল। নৌকা কে সমর্থকরাও ৫লক্ষ ভোটার আসেননি। কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছেই। যার দরুন এ অবস্থা। তাই বড় নির্বাচনে আমাদের নৌকা প্রতিককে জিততে হলে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে, আর কোরবানি সম্পর্কিত জিনিস পত্রের দাম ও কমাতে হবে। কারণ এ দেশ মুসলিম দেশ, মুসলিম দেশে অবশ্যই দুই ঈদ যেন সুন্দর ভাবে সবাই করতে পারেন। সরকার কে সেদিকে খেয়াল রাখতে হবে।


আর আমাদের তথ্য মন্ত্রী সাহেব প্রতিদিন কোন না কোন বক্তব্য পত্র- পত্রিকা টিভি চ্যানেল এ দিয়ে থাকেন। কিন্তু ওর নিজ নির্বাচনি এরিয়ার রাঙ্গুনিয়ার রোড গুলো পরযন্ত কোন কাজ করেননি,


চট্টগ্রামের কাপ্তাই সড়কের আবেদন করার পরও এখনো পর্যন্ত কোন কাজ শুরু করেননি। তাহলে ওনি কি ধরনের শিক্ষিত আর মিনিস্টার। নিজ চট্টগ্রাম জেলার কোন কাজ ও ওনি করেননি? তাহলে ওনি কি ভাবে বলেন, উন্নয়ন করতে করতে হয়রান হয়েছে, বলতেছে।? জনগণের প্রশ্ন?


প্রধানমন্ত্রী র কাছে বিশেষ আহবান যে যেন, চট্টগ্রাম -কাপ্তাই সড়কের কাজ টি আপনার নিজস্ব নিজ উদ্যোগে আগামী নির্বাচনের আগে কমপিলিট করে মহান আল্লাহ আরো দোয়ার শরীক হোন। এছাড়া আমরা ডিকলার করেছি এ রোডের কাজ উদ্বোধন হয়ে শুরু না হলে, তথ্য মন্ত্রী কে চট্টগ্রামে আসতে হলে জান হাতে নিয়ে আসতে হবে। আরো ব্যাপার হচ্ছে রোডের আবেদন করার পরপর নিত্যপ্রয়োজনিয় জিনিসের দাম আরো এক দপা তথ্য মন্ত্রী সন্ত্রাসী করে বাড়িয়ে দিয়েছে। তাই আপনাকে এ বিষয়ে পুনরায় অবহিত করলাম যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে, পূর্বের ন্যায় রেখে, প্রত্যেক মুসলিম বাঙালী জনগণের যথাযথ খাবার ব্যবস্থা রাখতে যেন সরকারের মর্জি হয়। আমাদের আবেদন দ্রুত গ্রহণ করলে সরকারের ভবিষ্যতে লাভ হবে ইনশাআল্লাহ।



11537. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : ctg bd
তারিখ ও সময় : 03 May, 2023 14:48:42
বর্ণনা :

আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক বার মেইলের মাধ্যমে আবেদন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের কাপ্তাই সড়ক :- চট্টগ্রাম সিটি করপোরেশনের কালুরঘাট রাস্তা মাথা হতে হাটহাজারী থানার বুড়িশ্বর শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজ হয়ে নজু মিয়া হাট -মদুনাঘাট-নোয়াপাড়া-পাহাড়তলি চুয়েট -রাঙ্গুনিয়ার -রওজা হাট -মরিয়ম নগর- লিচুবাগান- চন্দ্র ঘোনা- কাপ্তাই লেক বিদুৎ বাধেঁর ঘাট পর্যন্ত পুরো এরিয়া one by one রোডের কাজ এ মে মাস ২০২৩ হতে শুরু হয়ে আগামী নির্বাচনের আগে কমপিলিট করার জন্য বিশেষ পুনরায় আহবান।এর আগেই আমরা বলেছিলাম যে যেন কাজ টি শুরু করেই তথ্য মন্ত্রী সাহেব চট্টগ্রামে আসেন। কিন্তু পবিত্র ঈদুলফিতরের সময় ওনি চট্টগ্রামে আসলেও আমরা ওনাকে ক্ষতি করিনি। কিন্তু পবিত্র ঈদুল আজহা র সময় ঢাকা হতে চট্টগ্রামে আসতে হলে, মন্ত্রীসাহেব কে এ কাপ্তাই সড়কের কাজ উদ্বোধন করে কাজ চালু করেই আসতে হবে। অন্যথায় উনাকে এ্যাটেক করা হবে। এমনকি গাড়ির ভেতর বোমা রাখা হতে পারে। তাই মাননীয় মন্ত্রী বি এন পি সম্পরকে হাবুল তাবুল না বলে, নিজ জেলা ও থানার উন্নয়নে নজর দিন। সার্বিক উন্নয়ন ও কাজে এগিয়ে আসুন। আমরা সাধারণ জনগনরা উন্নয়নে বিশ্বাসী। টিভি চ্যানেল ও পত্রিকায় হাবুল তাবুল না বলে, অন্তত এ রোডটির কাজ করে হলে ও জনগণের কিছুটা আস্থায় ফিরে আসার আহবান। তবে কাজ টি করতেই হবে, অন্যথায় তথ্য মন্ত্রী আর জীবন ফিরে পাবে না। যে কোন মুহূর্তে জীবন নাশের সম্ভবনা। তাই রোডটির কাজ দ্রুত গতিতে কমপিলিট করেই চট্টগ্রামে আসুন। রোডটির দুই পাশে ৪ ফুট করে ৮ফুট বৃদ্ধি করে one by one করে রাস্তা র মাথা হতে লিচু বাগান পর্যন্ত সম্পূর্ণ রোড মাঝখানে divided দিয়ে দৈনিক মুখোমুখি সংঘর্ষে হত্যা হতে সাধারণ মানুষদের রক্ষা করে জনজীবনে স্বস্তি, নিরাপদ সড়ক করে দূর্ঘটনা মুক্ত সড়ক করার আহবান।



11536. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : bd dhaka
তারিখ ও সময় : 03 May, 2023 14:46:26
বর্ণনা :





আসসালামু আলাইকুম।

 

 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পর হতে পুনরায় নিত্য প্রয়োজনিয় জিনিস পত্রের দাম হু হু করে বাড়ছেই। পিয়াজ, আলু, চাউল, তৈল, চিনি,আটা, দূধ তরিতরকারি সহ বাজেমাল দোকানের প্রায় সকল পণ্য। তাই এখন হতে টসব জিনিস পত্রের দাম না কমালে, পরবর্তী নির্বাচনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার কোন সূযোগ থাকবে না। কারণ সাধারণ মানুষ সাধারণ জনগন চাই সুন্দর ওশান্তি পূর্ণ ভাবে তিনবেলা খেয়ে দেয়ে বাচঁতে। জিনিস পত্রের দাম বাড়াতে বা একের পর এক দাম বেড়ে চলাতে, অনেককেই চলতে হিমচিম খেতে হচ্ছে। যার ফলশ্রুতিতে পতন আসবে। এছাড়া সব জনগন বুঝতেছে পুনরায় একই সরকার আসিলে, তারা এভাবে সকল জিনিস পত্রের দাম আরও উর্ধগতি ঘটাবে। তাই এ সরকারকে অনেকে সমর্থন করিলেও, নিজেদের দৈনিক খাবার দাবারের কথা চিন্তা করে, আর ভোট নৌকাই দিবে না। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুনরায় আহবান যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে, নরমেল দামের সাথে ৫/১০ টাকা যুক্ত করে করতে পারেন। কিন্তু ২৫টাকার আটা ৬০টাকা, ৪৫ টাকার চিনি ১২০টাকা,৯০ টাকা লিটার সয়াবিন ২৩০ টাকা ২০-৩০ টাকার চাউল ৫৫-৯০ টাকা ইত্যাদি এভাবে চড়াও দাম বৃদ্ধি না করার জন্য বিশেষ আহবান পুনরায় জানাচ্ছি। এতে সরকারের ভবিষ্যতে পুনরায় বহাল থাকার সূযোগ হবে। অন্যথায় অবনতি হওয়ার সম্ভাবনা বেশি। তাই বর্তমান সরকার পুনরায় থাকতে হলে আজ হতে পুনরায় নিত্য প্রয়োজনিয় জিনিস পত্রের দাম বৃদ্ধি না করে, নরমেল দামে বিক্রি করে সকল নাগরিক কে খাওয়ার সুযোগ করে দিন। আর তথ্য মন্ত্রী যেন দৈনিক এসব বিষয়ে হাবুল তাবুল না বলেন। কারণ ওনার অনেক টাকা তাই ওর খাবার দাবারের সমস্যা নেই, তাই গরিবদের খাবার দাবারের বিষয়ে টিভি চ্যানেলে ওল্টা পোল্টা না বলেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আহবান জানাচ্ছি।এতে মন্ত্রী র জীবন রক্ষা পাবে।







11535. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : Rajshahi
তারিখ ও সময় : 02 May, 2023 20:55:01
বর্ণনা :

বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিকার এ সাধারণ গ্রাহক হিসেবে অভিযোগ জানাতে চাই।



11534. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : Mohakhali Dhaka
তারিখ ও সময় : 27 Apr, 2023 17:25:23
বর্ণনা :

ঈদ এর আগ মুহুরত হতে গাড়ি ভাড়া অতিরিক্ত মাত্রা নেওয়া হচ্ছে কিছু বলতে গেলেই অনেক বাজে মন্তব্য  শুনতে হচ্ছে।



11533. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) : মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা : আনোয়ারা, চট্টগ্রাম
তারিখ ও সময় : 27 Apr, 2023 15:25:54
বর্ণনা :

চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেট্রো ড্রাইভিং  লাইসেন্স বোর্ড এর ফলাফল দীর্ঘ প্রাই ১৫-২০দিন,কখনো কখনো তার ছেয়েও বেশি সময় পরে অনলাইনে প্রকাশ করা হয়। এই কারনে লাইসেন্স  প্রার্থীদের নানা বিরম্ভনায় পরতে হচ্ছে।প্রতি সপ্তাহের লাইসেন্স পরিক্ষার  ফলাফল ঐ সপ্তাহের বিআরটির  ওয়েবসাইটে প্রকাশ করা হলে লাইসেন্স প্রার্থীরা উপকৃত হবে।


এই ব্যাপারে মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করছি।