ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত সড়ক যোগাযোগ সর্ম্পকিত তথ্য |
|
|
 |
|
|
|
|
11588. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
ঢাকা |
তারিখ ও সময় |
: |
05 Dec, 2023 05:51:10 |
বর্ণনা |
: |
বিষয়: ড্রাইভিং লাইসেন্স DK0428474CL0003 এর তথ্য সংশোধন প্রসঙ্গে।
আমি মোঃ মাহাবুর গাজী, পিতা: মো: শুকুর গাজী, ঠিকানা: ৩৯০ স্বাধীনতা স্বরনী, উত্তর বাড্ডা, ঢাকা এর ড্রাইভিং লাইসেন্স তথ্য (বাবার নাম ও ঠিকানা পরিবর্তন) এর জন্য BSP এর মাধ্যমে গত ০১-০৯-২০২৩ ইং তারিখে আবেদন করি এবং ২৪-০৯-২০২৩ইং উক্ত আবেদন টি অনুমোদন হয়। এর পর আমি আজ ২৬-০৯-২০২৩ ইং তারিখে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স দেখতে পাই। কিন্তু আমার ই-পেপার ড্রাইভিং লাইসেন্স এর Licence Classs শুধু মাত্র Motorcycle অথচ আমার পূর্বের ড্রাইভিং লাইসেন্স (DK0428474CL0003 AND REF. DN142261) এ ছিল light and Motorcycle কিন্তু অনলাইনে আবেদন করার সময় Licence Classs পরিবর্তন/বাদ দেওয়ার কোন সুযোগ ছিল না অথচ আমার বর্তমান ই-পেপার ড্রাইভিং লাইসেন্স Licence Classs ভুলক্রমে শুধু মাত্র Motorcycle হয়েগেছে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমার ই-পেপার ড্রাইভিং লাইসেন্স এর Licence Classs সংশোধন করে (light and Motorcycle) দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
এবং এই চিঠির বিপরিতে বি আর টি এ কর্তৃপক্ষ হেড অফিস বরাবর একটি চিঠি ইস্যু করে যার সংযুক্ত করা হল। কিন্তু এখনও কোন সমাধান পাই নায়। এই সমম্যা সমাধানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
|
|
11581. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
মধ্যবাজার, সুনামগঞ্জ। |
তারিখ ও সময় |
: |
31 Oct, 2023 17:46:59 |
বর্ণনা |
: |
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে (R-280) বর্তমানে যানবাহনের চাপ খুব বেড়ে গেছে।এই কারণে প্রায় প্রতিদিন এই সড়কে সড়ক দুর্ঘটনা ঘটছে।এই সড়ককে ৪ লেনে উন্নীত করা জরুরী হয়ে পড়েছে।এই সড়ককে ৪ লেনে উন্নীত করার কোন পরিকল্পনা আছে কি?
|
জবাব |
: |
অভিযোগটির বিষয়ে নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ সুনামগঞ্জ হতে লিখিত ব্যাখ্যা পাওয়া গিয়েছে যা নিম্নরুপঃ
জনাব শুভাগত রায়, স্থান/জেলা- মধ্যবাজার, সুনামগঞ্জ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে GRS এর মাধ্যমে জানতে চেয়েছেন যে, ‘‘সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (আর-২৮০) বর্তমানে যানবাহনের চাপ খুব বেড়ে গেছে। এই কারণে প্রায় প্রতিদিন এই সড়কে সড়ক দূর্ঘটনা ঘটছে। এই সড়ককে ৪-লেনে উন্নীত করা জরুরী হয়ে পড়েছে। এই সড়ককে ৪-লেনে উন্নীত করার কোন পরিকল্পনা আছে কি?’’ তার আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘‘2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট সমূহের জরুরী পুনবার্সন ও পুনঃনির্মাণ’’ শীর্ষক একটি প্রকল্প গত 12/09/2023 তারিখে একনেক কর্তৃক অনুমোদিত হয়। উক্ত প্রকল্পের আওতায় সুনামগঞ্জ শহর ও শান্তিগঞ্জ শহর (মোট দৈর্ঘ্য- ৫.৮০ কিঃমিঃ) সড়ক ৪-লেনে উন্নীত করা হবে। তবে ‘‘সিলেট-সুনামগঞ্জ সড়ক-কে ৪-লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নীত করণ’’ শীর্ষক একটি প্রকল্প সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করা হয়েছে।
চিঠির কপি: কপি দেখতে ক্লিক করুন
|
|
11580. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
chittagong |
তারিখ ও সময় |
: |
24 Oct, 2023 09:56:38 |
বর্ণনা |
: |
স্যার আসসালামু আলাইকুম ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ কাজটি খুব ধীর গতিতে হচছে ।তাই রেল স্টেশন তথা শাটল রেল station হতে bba ফ্যাকাল্টি পর্যন্ত ঢালাই র কাজটি যেন দ্রুত গতিতে করা হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী র কাছে আহ্বান জানাচ্ছি। আগামী বর্ষার আগে যেন এ ছাউনির কাজ সম্পন্ন হয়.
|
জবাব |
: |
অভিযোগটির বিষয়ে নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ চট্টগ্রাম হতে ব্যাখ্যা পাওয়া গিয়েছে যা নিম্নরুপঃ
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে ওয়েব সাইটের মাধ্যমে প্রাপ্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও এর অধিনস্থ অধিদপ্তর/সংস্থা সমূহ সংক্রান্ত অভিযোগ/মতামত, আই,ডি নম্বর-11580 এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল স্টেশন তথা শাটল রেল station হতে bba ফ্যাকাল্টি পর্যন্ত সড়কাংশটি চট্টগ্রাম সড়ক বিভাগ, তথা সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন নয় মর্মে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকোশলী জানিয়েছেন।
চিঠির কপি: কপি দেখতে ক্লিক করুন
|
|
11579. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
chittagong |
তারিখ ও সময় |
: |
24 Oct, 2023 09:16:47 |
বর্ণনা |
: |
asslamoalykom
আমাদের চট্টগ্রামের তথ্য মন্ত্রী সাহেব চট্টগ্রামের কাপ্তাই সড়ক কালুরঘাট রাস্তার মাথা থেকে কুরাইশ নজুমিয়া হাট নোয়াপাড়া রাউজান চুয়েট বিশ্ববিদ্যালয় হয়ে রাঙ্গুনিয়া রওজা হাট মরিয়ম নগর লিচু বাগান হয়ে কাপ্তাই লেক পর্যন্ত পুরো রোডে দৈনিক অনেক সড়ক দূরঘটনা ঘটে যার প্রেক্ষিতে অনেক বার মেইল করে আবেদন করার পরও এখনো পর্যন্ত আমাদের মাননীয় তথ্য মন্ত্রী কাজ টি, মাননীয় প্রধানমন্ত্রী র মাধ্যমে উদ্বোধন করেননি। তাই রাউজান রাঙ্গামাটি সড়কের মতো ওয়ান বাই ওয়ান রোড টির কাজ আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল উদ্বোধন করার সময় যেন কাপ্তাই সড়কের কাজ টি যেন উদ্বোধন করে যান সেজন্য বিশেষ আহবান জানাচ্ছি। অন্যথায় তথ্য মন্ত্রী সাহেব চট্টগ্রামে র এ কাজ টি কমপিলিট না করায় ওকে রাঙ্গুনিয়াই আর প্রার্থী হিসেবে দেখতে চাই না। এছাড়া প্রধানমন্ত্রী মাননীয় তথ্য মন্ত্রী কে পুনরায় রাঙ্গুনিয়াই প্রার্থী দিলে ওর জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রামে আসতে হবে। আর একটি কথা হচ্ছে, মন্ত্রী দের মুখে যেন অন্য পার্টি তথা বিরোধী দলের গিবত না চলে।গিবত করা কবিরা গুনাহ। তাই সকল মুসলিম এ কবিরা গুনাহ হতে বাঁচতে হবে। প্রত্যেক এ নিজের দলের কাজ গুলি উত্তাপন করুন। সেসব দিক গুলো দেখে এগিয়ে আসতে বলুন। বক্তব্য ফুটবল ক্রিকেট খেলা নিয়ে, বক্তব্যে নিজেদের ছোট না করার জন্য বিশেষ আহবান। আর এখনো তরিতরকারি বাজেমাল তথা মুদির দোকানের জিনিসপত্রের দাম কমেনি। তাই আগামী বার নির্বাচনে জিততে হলে অবশ্যই জিনিসপত্রের দাম কমতে হবে
এবং সব জনগণের জন্য সব ক্ষেত্রে জিনিসের দাম নরমেল দামে করার আহবান
|
জবাব |
: |
অভিযোগটির বিষয়ে নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ চট্টগ্রাম হতে ব্যাখ্যা পাওয়া গিয়েছে যা নিম্নরুপঃ
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে ওয়েব সাইটের মাধ্যমে প্রাপ্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও এর অধিনস্থ অধিদপ্তর/সংস্থা সমূহ সংক্রান্ত অভিযোগ/মতামত, আই,ডি নম্বর-11579 এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চট্টগ্রামের কাপ্তাই সড়ক “কালূরঘাট রাস্তার মাথা হতে কুয়াইশ কলেজ, নজুমিয়াহাট, মদুনাঘাট, নোয়াপাড়া, গশ্চি পাহাড়তলী, চুয়েট বিশ্ববিদ্যালয় হয়ে রাঙ্গুনিয়া-রওজারহাট, মরিয়মনগর, লিচুবাগান হয়ে কাপ্তাই পর্যন্ত সড়ক অর্থাৎ চট্টগ্রাম সড়ক বিভাগাধীন চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক (আর-১৬৩ ও ১৬৪) ৪-লেনে উন্নীতকরণের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন। এছাড়াও পিএমপি (সড়ক-মেজর) এর আওতায় ১০.৩০ মিটার প্রশস্থতায় উন্নীতকরণের জন্য প্রাক্কলন প্রেরণ করা হয়েছে মর্মে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকোশলী জানিয়েছেন।
চিঠির কপি: কপি দেখতে ক্লিক করুন
|
|
11577. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
Uttara, Azompur, Kacha bazar. Dhaka - 1213 |
তারিখ ও সময় |
: |
20 Oct, 2023 15:00:18 |
বর্ণনা |
: |
মাননীয়,
আজ বিকাল ৬ টা নাগাদ আমি এবং আমার ননদ কাঁচা-বাজার রোড থেকে রিক্সা নেই । বলা ভালো আমাদের এই রাস্তা টা ব্যাপক ভাঙা- এবং পানি জমে থাকে । নিন্মে দেয়া ছবি তে গাড়ির ড্রাইভার ২ লেন এর রাস্তায় এপাশ ওপাশ করছিলো । এরওপর রাস্তায় পানি জমে আছে সেদিকে খেয়াল না করে জ্যাম ছাড়া পেয়ে বেপোরায়াভাবে গাড়ী টান দিয়ে নোংরা পানি আশে পাশে এবং আমাদের গায়ে ছিটিয়ে দেয় ।এরপর আমরা সামনে জ্যাম পরসে গাড়ি তে নক করে বের হয়ে সরি বলতে বলি । সে তা না করে গাড়ির স্পিড লিমিট ক্রস করে গাড়ী টেনে চলে যায়।
|
জবাব |
: |
উপরোক্ত বিষয়ের আলোকে সম্মানের সাথে জানানো যাচ্ছে যে, আপনার দেয়া অভিযোগে রাস্তার নামটি স্পষ্ট উল্লেখ নেই। বর্ণনা ও ছবি দেখে ধারনা করা যায়, উক্ত সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তর এর আওতাভুক্ত নয়। তাই রাস্তা সংস্কারের বিষয়টি নিয়ে কোন কার্যক্রম গ্রহন করা সম্ভব হচ্ছে না।
বেপোরায়াভাবে গাড়ী চালানোর বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর কাছে অভিযোগ দাখিল করা যেতে পারে।
|
|
11576. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
শান্তিনগর, ঢাকা। |
তারিখ ও সময় |
: |
17 Oct, 2023 06:53:56 |
বর্ণনা |
: |
আসসালামুয়ালাইকুম, জনাব ওবায়দুল কাদের, আমি আপনার একজন ভক্ত। আমি আপনার সাথে পাচ মিনিট সাক্ষাৎ করতে চাই, দুটো কথা বলার জন্য।আমি জানি আপনি ব্যাস্ত। তারপরেও আশা নিয়ে লিখছি। আমি কাজ করতে চাই। ঢাকার যানযট নিরসনে আপনার নাম যেন ইতিহাসে লেখা থাকে0-এই উদ্দেশ্যে।আমি প্রবাসী। দেশে আছি বর্তমানে।আমার কাছে সমাধান আছে।
|
জবাব |
: |
এ বিষয়ে মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব অথবা সিনিয়র তথ্য অফিসারের সাথে যোগাযোগের অনুরোধ করা হলো। ধন্যবাদ।
|
|
11574. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
Chattogram |
তারিখ ও সময় |
: |
15 Oct, 2023 06:46:31 |
বর্ণনা |
: |
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী স্যার ড্রাইভিং লাইসেন্স এর ভোগান্তি কমানোর নানা উদ্যোগ নিয়েছে। ড্রাইভিং লাইসেন্স এর জন্য গ্রাহককে যেন বিআরটিএ তে যেতে না হয় সে জন্য ঘরে বসে অনলাইনে লার্নাস লাইসেন্স প্রিন্ট করা যায়। পরিক্ষা দেওয়ার পর ফি জমা দিলে অনলাইনে ই ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। এর পরে গ্রাহকদের বাড়ীতে ডাক যোগে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দিচ্ছে। কিন্তু চট্টগ্রাম মেট্রো ও চট্টগ্রাম জেলা এবং ফেনী বিআরটিএ অফিসে পরিক্ষায় পাশের পর গ্রাহকদের আবার বিআরটিএ অফিসে গিয়ে পাশ করেছে মর্মে লার্নাস লাইসেন্স সংগ্রহ করে অনলাইনে সাবমিট করতে বলছে। অন্যতায় অনলাইনে ফাইল অনুমোদন দিচ্ছে না। আমার প্রশ্ন হলো অনলাইনে তো আমার পাশ রেজাল্ট আছে। তারপর ও শুরু মাত্র ঘুষ নেওয়া ও হয়রানির উদ্দেশ্য এমনটি করছে। যা সমাধানের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাই।
|
|
11572. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
ভৈরব |
তারিখ ও সময় |
: |
11 Oct, 2023 05:44:56 |
বর্ণনা |
: |
আসসালামু আলাইকুম।
আমি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার সাদেকপুর ইউনিয়ন এর বাসিন্দা। আমাদের গ্রাম রসুলপুর থেকে মৌটুপী যেতে একটা রাস্তা আছে। যার বর্তমান অবস্থা অনেক অনেক খারাপ।প্রতিদিন ছোট বড় দূর্ঘটনা হয়।আর কিছু বড় মালের গাড়ি এসে রাস্তার অবস্থা অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে। আকোল আবেদন জানাচ্ছি যে এই রাস্তা নিয়ে খুব জলদি যেন সংস্করণ এর কাজ শুরু করা হয়।এতে করে দেশের জনগণ অনেক ভোগান্তি থেকে মুক্তি পাবে।
ধন্যবাদ।
|
জবাব |
: |
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার অধীন রসুলপুর থেকে মৌটুপী সড়কটি কিশোরগঞ্জ সড়ক বিভাগ তথা সড়ক ও জনপথ অধিদপ্তর এর অন্তভুক্ত নয় মর্মে কিশোরগঞ্জ সড়ক বিভাগ এর নির্বাহী প্রকোশলী লিখিতভাবে জানিয়েছেন। চিঠির কপি: কপি দেখতে ক্লিক করুন
|
|
11571. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
Dhaka |
তারিখ ও সময় |
: |
02 Oct, 2023 08:10:30 |
বর্ণনা |
: |
Dear Sir,
Assalamualikum
I applied for a Driving License since September-2019, It’s Now October-2023, 4 years have been passed away but still waiting for my printed digital Driving License CARD Reference no is-DM1230145, as a citizen of Bangladesh I feel ashamed and disheartened. I communicate over the email with the Assistant Director (Engg.) License. He Promise me via mail to sought out the matter within one week but unfortunately 13 days have been passed away in this connection I mailed him yesterday but no response yet. I can not ride my car because of this licence.I will be grateful if you help me to solve the issue from your end.
I humbly request you please help me to get my Driving License as early as possible and oblige thereby.
|
|
11570. প্রদানকারীর বিবরণ (নাম,ফোন ইত্যাদি) |
: |
মতামত প্রদানকারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। |
|
ক্ষতিগ্রস্থ স্হান, জেলা |
: |
dhaka bd |
তারিখ ও সময় |
: |
30 Sep, 2023 07:18:49 |
বর্ণনা |
: |
স্যার আসসালামু আলাইকুম ।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আমেরিকার সফরে আছেন । এ সফরে আমাদের একটি দাবি যেন এ বছর অক্টোবর নভেম্বর এ আমেরিকার ডিবি ভিসার আবেদন যেন আমাদের দেশের শিক্ষিত জনগণরা করতে পারেন সে অনুমতি টা আমেরিকা হতে নিতে যত সহযোগিতা সাহায্য যত কুটকৌশলীদের সাথে কথা বলতে হয় তাদের সাথে কথা বলে , আমাদের দেশের জনগণদের আবেদন করার সুযোগ সহ 10-20000 হাজার লোক ডিবি ভিসার মাধ্যমে আমেরিকা তে নিয়ে যাওয়ার সুব্যবস্থা র অনুমতি যেন পাই সেসব ব্যবস্থা করে আসার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী র কাছে আহ্বান জানাচ্ছি। এ ডিবি ভিসার আবেদন অনুমতি প্রদান প্রসঙ্গে সাহায্য কামনা করিতেছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে । অনেক বছর ধরে এ ডিবি ভিসার মাধ্যমে লোক নেওয়া আমেরিকা বন্ধ করে রেখেছিল। তাই সামনের যে আবেদনের সময় আসতে ছে এতে যেন আমাদের দেশের শিক্ষিত জনগণরা আবেদন করার অনুমতি ও সুযোগ পাই সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী র মাধ্যমে আমেরিকা র DV ভিসার ডিপার্টমেন্ট সহ সংশ্লিষ্ট সকলের মাধ্যমে আমাদের দেশের অনুমতি ok করার সকল সহযোগিতা কামনা করিতেছি । আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এ বিষয়ে কাজ করে দেশে ফিরবেন ইনশ আল্লাহ্ ।
|
জবাব |
: |
আপনার আবেদনের বিষয়টি এ বিভাগের সাথে সংশ্লিষ্ট নয়। অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগ/দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
|
|
|
|
|